হবিগঞ্জে ধীরগতিতে নামতে শুরু করেছে বন্যার পানি

Looks like you've blocked notifications!
হবিগঞ্জে ঘরের আশপাশে এখনো বন্যার পানি। ছবি : এনটিভি

হবিগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। হবিগঞ্জ সদর, আজমিরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর ও লাখাই উপজেলা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে, তা ধীরগতিতে। এদিকে, পানি কমতে শুরু করার সঙ্গে সঙ্গে সাধারণ লোকজনের দুর্ভোগ বাড়তে শুরু করেছে।

সরেজমিনে দেখা যায়, আজ শনিবার সকাল থেকেই নিম্নাঞ্চল থেকে পানি কমতে শুরু করেছে। তবে, বাড়িঘরের আশপাশে এখনো জমে আছে পানি। সড়ক পানিতে নিমজ্জিত। ফলে আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বাড়ি ফিরতে পারছেন না।

জেলা প্রশাসনসূত্রে জানা গেছে, পাহাড়ি ঢল ও কুশিয়ারা নদীর পানিতে হবিগঞ্জ জেলার সাতটি উপজেলার ৫১টি ইউনিয়নের প্রায় সাত লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব মানুষের জন্য ইতোমধ্যে ২৫৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।