হবিগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে প্রধান শিক্ষিকাসহ নিহত ২
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া আক্তার (৪৫) এবং হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮)।
স্থানীয়রা জানায়, আজ বিকেলে ধুলিয়াখাল এলাকায় শায়েস্তাগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস হবিগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রধান শিক্ষিকা রোকেয়া আক্তার নিহত হন। এ ঘটনায় আহত হয় আরও চারজন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিক্ষিকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।