হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশু নিহত

Looks like you've blocked notifications!
২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল হবিগঞ্জ। ছবি : সংগৃহীত

হবিগঞ্জ সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সুলতানশী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- সুলতানশী গ্রামের আব্দুল লতিফের মেয়ে শিমলা আক্তার (৯) ও আদিপাশা গ্রামের সিদ্দিক আলীর মেয়ে রোজিনা আক্তার (৭)। নিহত রোজিনার ফুফাত বোন শিমলা। শিমলা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি ও রোজিনা দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জ্বল মিয়া স্বজনদের বরাত দিয়ে বলেন, ‘আজ সন্ধ্যার দিকে বাড়ির উঠানে খেলছিল দুই বোন। এক পর্যায়ে ঘরের টিনের চালের ওপরে ওঠে। এ সময় তারা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। বিষয়টি আঁচ করতে পেরে তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি।’