হবিগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় ৫ পুলিশ আহত, আটক ৬
হবিগঞ্জের চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) পাঁচ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে দিকে এ ঘটনাটি ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) চম্পক ধাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলামসহ একদল পুলিশ মাদক ব্যবসায়ীদের ধরার জন্য দেউন্দি চা বাগানে যান। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় এসআই তরিকুলসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত অবস্থায় কনস্টেবল জুয়েল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, মাদক ব্যবসায়ীদের আটকের জন্য রাতেই পুলিশের একাধিক টিম বাগানে অভিযান চালায়। রাতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয় জনকে আটক করেন তাঁরা। আটক করা ব্যক্তিদের নাম জানানো হয়নি।