হবিগঞ্জে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
হবিগঞ্জ শহরে কর্মরত সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী হাওর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়াতনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মো. আবু জাহির।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলার প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মনছুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমানসহ অন্য অতিথিরা।
প্রথমধাপে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। আগামী ৩০ ও ৩১ অক্টোবর হবে দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ কর্মশালা। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক হিসেবে কাজ করছেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।