হবিগঞ্জে ৫ দফা দাবিতে চা-শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Looks like you've blocked notifications!
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা বাগান শ্রমিকরা আজ মঙ্গলবার মহাসড়ক অবরোধ করে। ছবি : এনটিভি

বকেয়া মজুরি, বোনাস ও পতিত জমির লিজ বাতিলসহ পাঁচ দফা দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা বাগান শ্রমিকরা। 

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এ সময় মহাসড়কে দুপাশে যানবাহন আটকা পড়ে।

শ্রমিকরা জানান, চার সপ্তাহ ধরে নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা বাগানের দুই হাজার শ্রমিক মজুরি পাননি। এ বিষয়ে বাগানের মালিকপক্ষের সঙ্গে কথা বলে কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে। 

শ্রমিকরা আরও জানান, মজুরি না পেলে আবারও মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাবেন তাঁরা।