হাইকোর্টের ফাইলিং ও এফিডেভিট শাখা খোলা
পবিত্র ঈদুল আজহা এবং অবকাশকালীন ছুটির মধ্যেই হাইকোর্ট বিভাগের ফাইলিং ও এফিডেভিট শাখা খোলা রাখা হয়েছে। আগামীকাল রোববার ও পরদিন সোমবার এ দুটি শাখায় নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে। সোমবার হাইকোর্ট বিভাগে ৩৬টি বেঞ্চ খোলা রাখায় এসব আদালতে মামলা দাখিল করার সুবিধার্থে শাখা দুটি খোলা রাখা হয়েছে।
এ বিষয়ে গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর বিজ্ঞপ্তি জারি করেছেন। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করেই শাখা দুটিতে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ১৮ জুলাই, রোববার ও ১৯ জুলাই, সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফাইলিং শাখা এবং এফিডেভিট শাখার নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে। উক্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে সরকারের জারি করা স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করার নির্দেশ প্রদান করা হলো।’
চলমান লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল করার প্রথম দিন গত বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগে ৩৮টি বেঞ্চ বসে। কিন্তু এরই মধ্যে ঈদুল আজহা ও অবকাশকালীন ছুটি চলে এসেছে। এ অবস্থায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে চলতি সপ্তাহেও হাইকোর্ট বিভাগের ওই সব বেঞ্চ চালু রাখার আবেদন করা হয়। এ অবস্থায় প্রধান বিচারপতি আগামী ১৯ জুলাইয়ের জন্য হাইকোর্ট বিভাগের ৩৬টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। এর আগে অবকাশকালীন সময়ের জন্য মাত্র চারটি বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। তবে আইনজীবীদের আবেদনে আগের সিদ্ধান্ত বাতিল করে ৩৬ বেঞ্চ গঠন করা হয়।