হাকালুকি হাওরে নৌকাডুবি : ৫ ঘণ্টা পর কলেজছাত্রের লাশ উদ্ধার

Looks like you've blocked notifications!
কলেজছাত্র তানিম ছিদ্দিকী। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কলেজছাত্র তানিম ছিদ্দিকীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার ভাটেরা এলাকায় গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ নৌকাডুবি ঘটে। পরে রাত পৌনে ১০টার দিকে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী।

নিহত তানিম ছিদ্দিকী কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামের তাজুল মিয়ার ছেলে। তিনি ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গতকাল সোমবার তানিম ছিদ্দিকীসহ ১০ থেকে ১২ জন হরিপুর এলাকা থেকে একটি নৌকায় করে শাহমির এলাকায় দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বিকেল সাড়ে ৪টার দিকে ভাটেরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহমির এলাকায় নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে ফিরলেও তানিম ডুবে গিয়ে নিখোঁজ হন।

পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর রাত পৌনে ১০টার দিকে তানিমের মরদেহ উদ্ধার করেন।

ভাটেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘ওই কলেজছাত্রের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ছেলেগুলো ফেরার পথে হৈ-হুল্লোড় করছিল। ওই সময় আবহাওয়াও খারাপ ছিল। সেজন্য নৌকাটি উল্টে যায়।’