হাটহাজারীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন অতিরিক্ত ডিআইজির

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান। ছবি : এনটিভি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. জাকির হোসেন খান। আজ শনিবার বিকেলে হাটহাজারীর উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির ধর্মঘর ও শ্রীশ্রী নিস্তারাণী কালি মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম, হাটহাজারীতে সংসদ সদস্যের সহকারী একান্ত সচিব (এপিএস) সৈয়দ মঞ্জুরুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন অশোক নাথ, সাধারণ সম্পাদক রিমন মুহুরী, বায়েজিদ থানা পূজা পরিষদের সভাপতি উজ্জ্বল দেওয়াজী, সাধারণ সম্পাদক শিমুল দেসহ অতিথিরা।

শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির ধর্মঘর পরিচালনা পরিষদের উপদেষ্টা প্রণব কুমার সাহা, সভাপতি প্রদীপ কুমার সাহা, শ্রীশ্রী নিস্তারাণী কালি মন্দির পূজা মণ্ডপের সভাপতি  মৃণাল কান্তি সূত্রধর, সাধারণ সম্পাদক অভিজিৎ নন্দী ও দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল মালাকার ও সাবেক সাধারণ সম্পাদক সুমন গোস্বামীসহ অন্য সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।