হাতিরঝিলে গণমাধ্যমকর্মীর গলাকাটা লাশ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উলটোদিকে সড়কের পাশ থেকে আব্দুল বারির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। গুলশান থানার পরিদর্শক তদন্ত) কর্মকর্তা আমিনুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
আমিনুল ইসলাম বলেন, ‘সকালে আমরা খবর পাই—একটি গলাকাটা এবং পেটে ছুরিকাঘাত করা লাশ পড়ে আছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। তবে, তাঁকে কে বা কারা তাকে খুন করেছে, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।’
‘আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখব। ঘটনার বিস্তারিত তদন্ত করব। তারপর বলা যাবে, পূর্ব শত্রুতার জেরে না কি, কোনো ছিনতাইকারীর হাতে আব্দুল বারি খুন হয়েছে’, যোগ করেন আমিনুল ইসলাম।
লাশটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমিনুল ইসলাম। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও এ পুলিশ কর্মকর্তা জানান।