হাতি হত্যা বন্ধে দ্রুত পদক্ষেপের নির্দেশ
হাতি হত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি হাতি ‘হত্যা’র প্রেক্ষাপটে হাতি হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।
আদালত তার আদেশে হাতি হত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিবেদন দিতে বলেছে। সেইসঙ্গে হাতি হত্যা রোধে সচেতনতা বাড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া আদালত তার রুলে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুসারে ১২টি এলিফ্যান্ট করিডোরকে সংরক্ষিত করিডোর হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন। সেই সঙ্গে হাতি হত্যা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খান খালিদ আদনান। হাতি হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিস্ট আদনান আজাদ, ফারজানা ইয়াসমিন ও খান ফাতিম হাসান হাইকোর্টে রিট করেন। রিটে পরিবেশ সচিব, তথ্য সচিব, আইন সচিব, বন অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসকসহ ২১ জনকে বিবাদী করা হয়।