হানিফ ফ্লাইওভারে দুই বাইকআরোহীকে চাপা দিয়ে মারল বাস

Looks like you've blocked notifications!
হানিফ ফ্লাইওভারের ফাইল ছবি।

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় আক্তার হোসেন (৩৭) ও মফিজুলকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সন্ধ্যায় ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

আব্দুল খান আরো বলেন, ‘জয়কালী মন্দিরের মুখোমুখি হানিফ ফ্লাইওভারের উপর এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, দুজনই একটি মোটরসাইকেলে ছিলেন। সে সময় একটি বাস তাদেরকে চাপা দেয়। সেখান থেকে তাদেরকে বিকেল ৫টার পর ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ ঘটনার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) তামান্না আক্তার এনটিভি অনলাইনকে বলেন, ‘এ ঘটনায় ওই বাসটিকে জব্দ করা হয়েছে। বিষয়টি আমরা বোঝার চেষ্টা করছি। ময়নাতদন্তের জন্য লাশগুলোকে এখন মর্গে রাখা হয়েছে।’