হান্নান শাহর পাশেই স্ত্রীকে দাফন

Looks like you've blocked notifications!
বিএনপিনেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহর স্ত্রী সৈয়দা ফাররুখ সুলতানা। ফাইল ছবি 

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক পাটমন্ত্রী আ স ম হান্নান শাহর স্ত্রী সৈয়দা ফাররুখ সুলতানার (নাহিদ হান্নান) দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার তিনটি জানাজা শেষে সৈয়দা ফাররুখ সুলতানাকে গাজীপুরের কাপাসিয়ার পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে দাফন করা হয়।

সৈয়দা ফাররুখ সুলতানা গতকাল শুক্রবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

সৈয়দা ফাররুখ সুলতানার প্রথম জানাজা আজ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয় রাজধানীর মহাখালীর ডিওএইচএস মসজিদে। দ্বিতীয় জানাজা কাপাসিয়ার ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে বাড়ির পাশে পারিবারিক কবরস্থান সংলগ্ন মাঠে তৃতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান ফকির, কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।

সৈয়দা ফাররুখ সুলতানা উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত ১০ জুলাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তিনি দুই ছেলে শাহ্ রেজাউল হান্নান রেজা, শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, মেয়ে শারমিন হান্নান সুমি ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।