হাসন রাজার জন্মদিনে গান গাইলেন ড. মাহফুজুর রহমান
এবার সুনামগঞ্জে গান গাইলেন মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। মরমি সাধক হাসন রাজার ১৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়েছেন তিনি। তবে হাসন রাজার গান নয়, তিনি গেয়েছেন এনটিএন বাংলায় প্রচারিত তাঁর লেখা সিরিয়ালে তাঁর গাওয়া টাইটেল সং ‘স্মৃতির আল্পনা’।
আজ সোমবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকায় হাসন রাজার বাড়ি প্রাঙ্গণে এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। হাসন রাজা মিউজিয়াম ট্রাস্ট এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তিনি করোনার কারণে নয় মাস বন্ধ থাকা হাসন রাজা মিউজিয়াম আবার উদ্বোধন করেন। এখন থেকে আবার দর্শনার্থীরা মিউজিয়ামে আসতে পারবেন।
অনুষ্ঠানে ড. মাহফুজুর রহমান বলেন, সিলেট বললেই হাসন রাজার নাম আসে। সিলেটে যত জ্ঞানী-গুণী জন্মেছেন তাঁর মধ্যে হাসন রাজাও একজন। তাঁকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। তিনি হাসন রাজার আগামী জন্মদিনে সুনামগঞ্জে একটি বড় উৎসব করবেন বলে জানান। একইসঙ্গে হাসন রাজাকে বিশ্বের দরবারে তুলে ধরতে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে মাহফুজুর রহমানকে হাসন রাজার গান গাওয়ার অনুরোধ জানালে তিনি বলেন, ‘হাসন রাজার কোনো গান আমার মুখস্থ নেই। তবে পরে যখন আসব তখন হাসন রাজার গান গাইব।’
হাসন রাজা মিউজিয়াম ট্রাস্টের চেয়ারম্যান সামারীন দেওয়ানের সভাপতিত্বে আলোচনা পর্বে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন। এ ছাড়া বক্তব্য দেন সমাজকর্মী দেওয়ান গনিউল সালাদীন। পরে হাসন রাজার গান পরিবেশন করেন শিল্পীরা।
আলোচনা সভায় বক্তারা বলেছেন, হাসন রাজা শুধু সিলেটে বা বাংলাদেশে নয়, তিনি বিশ্বের যেখানেই বাংলাভাষী আছেন সেখানেই পরিচিত। তিনি তাঁর সৃষ্টি ও কর্মের মাধ্যমেই মানুষের মনের মধ্যে আছেন। নতুন প্রজন্মের কাছে তাঁর সৃষ্টি ও কর্মকে তুলে ধরতে হবে। তাঁর জীবন দর্শনের চর্চা বাড়াতে হবে। এ জন্য উদ্যোগ নিতে হবে।