হাসপাতালে দুর্নীতির অভিযোগ পেলে ছাড় নয় : স্বাস্থ্য সচিব

Looks like you've blocked notifications!
আজ সোমবার নারায়ণগঞ্জে করোনা রোগীদের চিকিৎসার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। ছবি : এনটিভি 

দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। তিনি আরো বলেন, ‘প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।’

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সদরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ করোনা রোগীদের চিকিৎসার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকে সচিব এসব কথা বলেন।

স্বাস্থ্য সচিব আরো বলেন, ‘এরইমধ্যে দুর্নীতির অভিযোগ পাওয়ায় জেকেজি ও রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে যা যা দরকার, সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ব্রিফিং শেষে স্বাস্থ্য সচিব করোনা চিকিৎসাকেন্দ্র নগরীর খানপুরে সরকারি ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও সিদ্ধিরগঞ্জে বেসরকারি প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তানজিয়া সালমা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. গৌতম রায়, জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন আলী প্রমুখ।