হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার : বিএনপি

Looks like you've blocked notifications!

সাহস থাকলে তারেক রহমানের দেশে ফেরা উচিত—প্রধানমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও সাজা দিয়ে যাচ্ছে।’

আজ বুধবার দুপুরে শহরের তাঁতীপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমানের অবর্তমানে বে-আইনিভাবে তাঁর সাজা দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে যতগুলো অভিযোগ নিয়ে এসেছে, তা প্রমাণ করতে পারেনি।’ তিনি বলেন, ‘সরকার সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও সাজা দিয়ে যাচ্ছে। এই মিথ্যা মামলাগুলোর সাজা তারেক রহমানের দেশে ফেরার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।’

দেশে ব্যবসায়ীদের সিন্ডিকেট কাজ করছে। যা সরকারি দলের মদদে চলছে। এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কৃষক তাদের উৎপাদিত পণ্যের দাম পাচ্ছে না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

বিএনপিনেতা বলেন, ‘আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে তাদের ব্যক্তিগত সম্পদ মনে করে।’ তিনি দেশে সাম্প্রদায়িক হামলা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং তাদের সম্পদ লুটের পেছনে আওয়ামী লীগকেই দায়ী করেন। হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ বলে দাবি করেন মির্জা ফখরুল।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপিনেতা শরিফুল ইসলাম, পয়গাম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।