হিলিতে ট্রেনের ধাক্কায় রেলকর্মচারীর মৃত্যু

Looks like you've blocked notifications!
হিলি রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় নিহত জাহাঙ্গীর আলমের মরদেহ। ছবি : এনটিভি

দিনাজপুরের হিলি রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪২) নামে এক রেলওয়ে কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর রাজশাহী সদর উপজেলার দাসপুকুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে।

হিলি জিআরপি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মইদুল ইসলাম জানান, হিলি রেলস্টেশন এলাকায় রেললাইনের স্লিপারের মেরামত কাজ চলছিল। এ সময় জাহাঙ্গীর কাজের শেষে দুপুরের খাবার খাওয়ার জন্য প্লাটফর্ম থেকে নেমে রেললাইন পার হচ্ছিলেন। তখন খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী রূপসা ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

হাকিমপুর থানার এসআই দীনেশ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।