হিলিতে বিনামূল্যে দিনব্যাপী চক্ষুশিবির অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
দিনাজপুরের হিলিতে বিনামূল্যে চক্ষু সেবা নিচ্ছেন এক বৃদ্ধা। ছবি : এনটিভি

দিনাজপুরের হিলিতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম ছহির উদ্দিন এনএস ফাউন্ডেশনের উদ্যোগে ও জয়পুরহাট খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের সহায়তায় বিনামূল্যে দিনব্যাপী চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় দক্ষিণ বাসুদেবপুর গ্রামে এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী।

এ সময় ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আলতাফ হোসেন, সাংবাদিক আব্দুল আজিজ, মোসলেম উদ্দীন ও লুৎফর রহমান।

জয়পুরহাট খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের চিকিৎসক মো. দেলোয়ার হোসেন বিনামূল্যে শতাধিক রোগীর চোখ পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা পরামর্শ দেন। এ সময় ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়। আগামী ৬ জানুয়ারি তাদের বিনামূল্যে এ অপারেশন করা হবে।

সাংবাদিক জাহিদুল ইসলাম জানান, ‘হাতের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়ে এলাকার দুস্থ, গরিব ও অসহায় মানুষেরা খুব খুশি হয়েছেন। এ ধারা অব্যাহত রাখা হবে।’