হুইপকে নিয়ে ফেসবুকে পোস্ট, জামিন পেলেন পুলিশ পরিদর্শক
‘জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী জুয়া থেকে আয় করেন’- এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার মামলায় জামিন পেয়েছেন পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল আমীন।
আজ রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস শামস জগলুল হোসেনের আদালত পুলিশ পরিদর্শকের জামিন মঞ্জুর করেন। মামলাটি দায়ের করেছিলেন হুইপ শামসুল হক চৌধুরী নিজেই।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নজরুল ইসলাম শামীম এনটিভি অনলাইনকে বলেন, গত ১১ ফেব্রুয়ারি এ মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের স্যোশাল মিডিয়া মনিটরিং টিমের পরিদর্শক নাজমুল নিশাত আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ ফেব্রুয়ারি আদালত পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল আমীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারি পরোয়ানার পরে আজ আদালতে জামিন আবেদন করেন পরিদর্শক। আসামিপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার সৈয়দ সাইয়েদ্যুল হক সুমন। শুনানি শেষে বিচারক ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী বলেন, আসামি সম্পূর্ণভাবে নির্দোষ ও নিরাপরাধ। তিনি ষড়যন্ত্রের শিকার। আসামি গুরুতর অসুস্থ, কিছুদিন আগে হার্টের অপারেশন করিয়েছেন। জামিন পেলে তিনি পলাতক হবেন না।
অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ফেসবুকে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী জুয়ার আসর থেকে ১৮০ কোটি টাকা আয় করেছেন- এমন পোস্ট দেন পরিদর্শক মাহমুদ সাইফুল আমিন। এতে হুইপের মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ (১) ক, ২৫ (২), ৩১ (১) (২) ধারায় মামলা করেন।
বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজমকে তদন্ত করে ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
এ ঘটনার পর গত ২৪ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকে মাহমুদ সাইফুল আমিনকে সাময়িক বহিষ্কার করা হয়।