‘হুজুর বড্ড ভালো লোক ছিলেন’
চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর (বড় মাদ্রাসা) সদ্যসাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর খবর শুনেও হেফাজতে ইসলাম বাংলাদেশের অনেক নেতাকর্মী ও সমর্থকরা হাসপাতালের সামনে ভিড় করেন।
রাত ৯টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন মুছা আহমেদ (১৫) নামের এক ভক্ত। সে এনটিভি অনলাইনকে বলে, ‘আমি জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার হেদায়েতুননাহু শ্রেণিতে পড়ি। শফী হুজুর ওই মাদ্রাসার প্রধান উপদেষ্টা ছিলেন। আমার জীবনে আমি তাঁর মতো ভালো মানুষ দেখিনি। তিনি বড্ড ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাঁর জান্নাত নসিব করুক। আজ আমার খুব খারাপ লাগছে।’
আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে আহমদ শফী (১০৩) মারা যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর আহমদ শফীর ছোট ছেলে আনাস মাদানি রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি তখন ঘোষণা দেন, আগামীকাল শনিবার বাদ জোহর হাটহাজারী মাদ্রাসায় আহমদ শফীর জানাজা হবে। তাঁর একটিই জানাজা হবে।
এই ঘোষণার পরপরই হাসপাতালের সামনে থাকা আল্লামা শফীর ভক্তরা ঢাকাতে জানাজার দাবিতে স্লোগান দিতে থাকেন। তারা বলতে থাকে, ঢাকায় একটি জানাজা করা হোক। আমরাও জানাজায় শরিক হতে চাই।
হাসপাতালের সামনে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।