হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর ইন্তেকাল

Looks like you've blocked notifications!
হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য প্রয়াত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী। ছবি : সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী আর নেই। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ছেলে মোর্শেদ বিন নূর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন নুরুল ইসলাম জিহাদী। এর আগে গতকাল রোববার মোর্শেদ বিন নূর বলেন, ‘দুদিন আগে আব্বা হার্ট অ্যাটাক করেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। কিন্তু, তিনি সেটা তখন বুঝতে পারেননি।’

গত শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নুরুল ইসলাম জিহাদীকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

মোর্শেদ বিন নূর আরও বলেন, ‘শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন নিয়ে কর্মব্যস্ত ছিলেন আব্বা। হার্ট অ্যাটাকের মধ্যে চিকিৎসা না নেওয়ায় ক্ষতিটা বেশি হয়েছে। সন্ধ্যার দিকে সম্মেলন শেষে মাদ্রাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।’

গত বছরের ১৩ ডিসেম্বর হেফাজত ইসলামের মহাসচিব নুর হোসাইন কাসেমী মারা যাওয়ার পর ২৩ ডিসেম্বর নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।