হেলিকপ্টারে সিএমএইচে নেওয়া হলো করোনায় আক্রান্ত পার্বত্যমন্ত্রীকে
করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে বান্দরবান থেকে হেলিকপ্টারে করে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। এ সময় মন্ত্রীর বড় ছেলে ও মেয়ে সঙ্গে ছিলেন। পার্বত্যমন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) সাদেক হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বেলা ১১টা ১০ মিনিটে বান্দরবান ফায়ার সার্ভিস এলাকার নিজ বাসভবন থেকে বেরিয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দূর থেকে কথা বলেন মন্ত্রী। এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আকতারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, গতকাল শনিবার কক্সবাজারের ল্যাবের পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের করোনা শনাক্ত হয়। গত বুধবার তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল।
এরই মধ্যে মন্ত্রীর এপিএস খলিলুর, বডিগার্ড পুলিশ সদস্য ও মন্ত্রীর সেবায় সার্বক্ষণিক নিয়োজিত তিন কর্মচারীর নমুনাও সংগ্রহ করা হয়েছে। তবে রিপোর্ট এখনো আসেনি।
এদিকে, গতকাল শনিবারের রিপোর্টে বান্দরবান জেলায় মোট ৯ জনের করোনা শনাক্ত হয়। অন্যরা হলেন জেলা সদরের হাফেজঘোনার বাসিন্দা জেলা কৃষি ব্যাংকের ম্যানেজারসহ পরিবারের তিনজন, পার্বত্য জেলা পরিষদের এক কর্মচারী, রুমা উপজেলার তিনজন ও নাইক্ষ্যংছড়ির একজন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬ জনে।
বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পাল জানান, সদরে নতুন শনাক্তদের তালিকায় পার্বত্যমন্ত্রী উশৈসিংয়ের নামও রয়েছে। শনাক্ত রোগীদের মধ্যে চার ধরনের ক্যাটাগরি রয়েছে। ক্রিটিক্যাল রোগীরা ছাড়া অন্যরা বাসায় চিকিৎসাসেবা নিতে পারেন। চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়ে ও স্বাস্থ্যবিধি মেনে অধিকাংশ রোগী বাড়িতেই সুস্থ হচ্ছেন।