‘হোম কোয়ারেন্টিন’ না মানায় ২৫ জনকে চার লাখ টাকা জরিমানা
‘হোম কোয়ারেন্টিন’ না মানায় এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ জনকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে চার লাখ টাকা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হায়াৎ উদ-দোলা খান।
আজ শনিবার জেলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টার পরিদর্শনের পর সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক আরো জানান, জেলা পুলিশের পক্ষ থেকে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। প্রশাসন ও চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে করোনার প্রতিরোধে তারা কাজ করবে। নতুন করে গত ২৪ ঘণ্টায় আরো ৬১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ পর্যন্ত মোট দুই হাজার ৬৬০ জনকে ‘হোম কোয়ারেন্টিনে’র আওতায় আনা হয়েছে। এদের মধ্যে ১৪ দিন অতিবাহিত হওয়ায় এক হাজার ৫৩৪ জন প্রবাসীকে কোয়ারেন্টিন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে এক হাজার ১২৬ জনকে প্রবাসীকে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন পুলিশ সুপার আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ প্রমুখ।
এখন পর্যন্ত এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি শনাক্ত হয়নি।