১১ দাবি নিয়ে বিএসসিএলের সঙ্গে অ্যাটকোর বৈঠক

Looks like you've blocked notifications!

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে সম্প্রচারের ক্ষেত্রে ১১টি দাবি নিয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সঙ্গে আলোচনা করেছে  অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।

আজ সোমবার রাজধানীর বিএসসিএল ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আড়াই ঘণ্টা আলোচনা শেষে বিএসসিএলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. শাহজাহান মাহমুদ জানান, শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যেসব দাবি নিয়ে আলোচনা হয়েছে সেগুলো দ্রুত বোর্ড সভায় তুলে ধরা হবে। কিছুদিনের মধ্যেই সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এ সময় অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী জানান, আগামী ১৫ দিনের মধ্যে কয়েকটি বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সঙ্গে অ্যাটকো চুক্তি করতে চায়।

অঞ্জন চৌধুরী আরও জানান, টেলিভিশন মালিকদের পক্ষ থেকে যে ১২টি দাবি জানানো হয়েছে, ইতোমধ্যেই তার একটি বাস্তবায়ন হয়েছে।