১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়ল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/09/07/lpg.jpg)
ছবি : সংগৃহীত
১২ কেজি ওজনের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রতিটি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম ১২৩৫ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে ।
আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। আজই বেলা ১টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।
এর আগে গত ২ আগস্ট ভোক্তা পর্যায়ে প্রতিটি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২৫৪ টাকা থেকে ৩৫ টাকা কমিয়ে এক হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।