১২ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে চলছে ফেরি

Looks like you've blocked notifications!
১২ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ছবি : এনটিভি

১২ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল ৬টা থেকে নৌরুটে চারটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় ৬টার দিকে নদীতে তীব্রস্রোতের কবলে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। নদী উত্তালের পাশাপাশি পদ্মা সেতুর নিরাপত্তার কারণেই ফেরি বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নৌরুটে বর্তমানে সচল চারটি ফেরির মধ্যে তিনটি মাঝারি এবং একটি ছোট রোরো ফেরি রয়েছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক মো. ফয়সাল জানান, তীব্র স্রোত ও নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়ানো এবং পদ্মা সেতুর নিরাপত্তার জন্য গতকাল সন্ধ্যায় ফেরি বন্ধ রাখা হয়। আজ সকালে স্রোত কিছুটা কমায় চলাচলে সক্ষম চারটি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে অর্ধশতাধিক যানবাহন।

শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক আরও বলেন, ফেরি স্বল্পতার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ এড়িয়ে যাত্রীদের পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।