১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
র‍্যাবের হাতে গ্রেপ্তার শেরপুরের নকলায় শিশু অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হোসেন আলী। ছবি : র‍্যাব-১৪

শেরপুরে নকলায় এক শিশুকে অপহরণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হোসেন আলীকে (৪২) এক যুগ পলাতক থাকার পর গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৪-এর একটি দল। আজ রোববার (২৩ এপ্রিল) ভোরে তাঁকে নকলার চকপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

হোসেন আলীর বাড়ি নকলা উপজেলার পাঁচকাহনিয়ায়।

এ ব্যাপারে র‌্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনাটি ২০১১ সালের অক্টোবরের। নকলা পাঁচকাহনিয়ার আকলিমা খাতুন নামে চার বছরের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন হোসেন আলী। শিশুটি সম্পর্কে তাঁর আত্মীয় হয়। সেই সুবাদে তিনি খাবার ও চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে অপহরণ করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ২০১১ সালের নভেম্বরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ২০২০ সালের ডিসেম্বরে আদালত তাঁকে যাবজ্জীবন সাজার আদেশ দেন। এদিকে ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‌্যাব ১৪-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি) ১-এর কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান জানান, তাঁরা তাঁদের নিজস্ব গোয়েন্দা তথ্যে জানতে পারেন, ঈদে আসামি ছদ্মবেশে নিজ এলাকায় অবস্থান করছেন। ফলে, র‌্যাব অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৪ তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, গ্রেপ্তার করা হোসেন আলীকে শেরপুরের নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।