১২ সেপ্টেম্বর থেকে কাউন্টারে মিলবে ট্রেনের টিকেট
আগামী ১২ সেপ্টেম্বর থেকে ট্রেনের টিকেট কাউন্টারে বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ সোমবার বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিসি) মো. নাসির হাসান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
করোনার কারণে বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকেট অনলাইনে বিক্রি হচ্ছে।
আগামী ১২ সেপ্টেম্বর থেকে এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ মোট আসন সংখ্যা ২৫ শতাংশ আসন কাউন্টারের মাধ্যমে বিক্রি করা যাবে এবং বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে ইস্যু করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘কোনো স্টেশনের অনুকূলে কোনো নির্দিষ্ট শ্রেণিতে বর্তমান নিয়মে বিক্রিকৃত মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা যদি ছয়টির ঊর্ধ্বে হয় শুধু সে ক্ষেত্রে কাউন্টার, মোবাইল অ্যাপ ও অনলাইনের মাধ্যমে ইস্যু করা হবে। টিকেটের সংখ্যা অনধিক ছয়টি হলে তা শুধু মোবাইল অ্যাপ ও অনলাইনের মাধ্যমে ইস্যু করা, এ ক্ষেত্রে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট সংখ্যা হতে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা, কর্মচারীদের অনুকূলে দুই শতাংশ আসন সংরক্ষিত থাকে সে সব আসন বাদ দিয়ে হিসাব করতে হবে।‘
টিকেট বিক্রির এই নতুন নিয়ম ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হচ্ছে। এ ক্ষেত্রে টিকেট ইস্যু করার অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।