১৫ আগস্টে ব্যক্তি নয়, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে হত্যা করা হয়েছিল : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড ব্যক্তিকেন্দ্রিক ছিল না। মুক্তিযুদ্ধের যে চেতনা ও আদর্শ নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, সেটাকে হত্যা করা হয়েছিল সেদিন।
আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘খুনি মোশতাক ও জিয়া মহান মুক্তিযুদ্ধকে বানচালের মাধ্যমে পাকিস্তানের স্বার্থ রক্ষায় কাজ করেছিলেন এবং পাকিস্তানের সঙ্গে আপস করার ক্ষেত্রে বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযুদ্ধকে বানচাল করতে পাকিস্তানের সঙ্গে লুজ কনফেডারেশন করা এবং যুক্তি হিসেবে বঙ্গবন্ধুকে ছাড়িয়ে আনার প্রস্তাব রেখেছিল।’
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘জিয়াউর রহমান ৭২-এর সংবিধানকে ডাস্টবিনে ফেলেছিল এবং মুক্তিযুদ্ধের যে চারটি মূলনীতি, তা পরিবর্তন করে আবারও পাকিস্তানি শাসন শুরু করেছে। তারা সব সময় মুক্তিযুদ্ধকে ধর্মের প্রতিপক্ষ বানিয়েছে। যখন ভাষা আন্দোলন হয়েছিল তখন তারা ফতোয়া দিয়েছিল—বাংলা হিন্দুদের ভাষা। পাকিস্তানে বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হলে ইসলাম ধর্ম থাকবে না। মুক্তিযুদ্ধের সময় আমাদের মা-বোনদের ওপর চলা নির্যাতনের পক্ষে ও এরা ফতোয়া দিয়েছিল। এরা বলেছিল এটা গনিমতের মাল। গনিমতের মাল ভোগ করা জায়েজ।’
প্রধান আলোচকের বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের স্বাধীনতার ইতিহাস একসূত্রে গাঁথা।’ ঐতিহাসিক ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে দেশ গঠনে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ইতিহাস ও অবদান তুলে ধরে তিনি বলেন, ‘এরকম মহান নেতার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল।’ মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শেখ হাসিনার উন্নত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান কার্জন, মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার প্রমুখ।