১৬০ ইউপিতে ভোট পড়েছে ৬৯.৩৪ শতাংশ

Looks like you've blocked notifications!
নির্বাচন ভবন। ফাইল ছবি

প্রথম ধাপে সোমবার অনুষ্ঠিত ১৬০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ। এসব ইউপির মধ্যে ৪৪টিতে চেয়ারম্যান পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান ইসি সচিবালয়ের যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান।

ইসির প্রতিবেদন অনুযায়ী, ১৬০টি ইউপিতে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৯৩ হাজার ১১৭ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৩০০ জন। অর্থাৎ ভোট পড়ার হার হচ্ছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ।

এদিকে আটটি ইউপিতে ভোট হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এতে ভোট পড়েছে ৬৯ দশমিক ৭৮ শতাংশ। আটটি ইউপির মোট ভোটার এক লাখ ৬২ হাজার ৯৭৯ জন। এদের মধ্যে এক লাখ ১৩ হাজার ৭২৫ জন ভোট দিয়েছেন।