২০৫ ভরি স্বর্ণ ফেলে পালাল চোরাকারবারি

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গার দামুড়হুদার ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে জব্দকৃত ২০৫ ভরি স্বর্ণ। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে ২০৫ ভরি স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার বেলা ১১টার দিকে বিজিবি-৬-এর ফুলবাড়ী বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে আটটি স্বর্ণের বার জব্দ করে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, জেলার দর্শনা থানার অন্তর্গত ফুলবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৬ থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া বিলের মধ্যে প্লাস্টিকের বস্তা হাতে একজন ব্যক্তিকে দেখতে পায় বিজিবি। টহলদল ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি থেকে দুই কেজি ৪০০ গ্রামের ওজনের আটটি স্বর্ণের বার জব্দ করে।

ওই বিজিবি কর্মকর্তা আরো জানান, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা। স্বর্ণগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।