২১ আগস্টের কর্মসূচি উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

Looks like you've blocked notifications!
ডিএমপির লোগো। ছবি : সংগৃহীত

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আগামীকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে।

এ কর্মসূচি উপলক্ষ্যে যানজট এড়ানোর জন্য রাজধানীর প্রেসক্লাব, পল্টন ও জিরো পয়েন্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে এসব রাস্তায় সকাল ৯টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।

আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওইসব এলাকায় চলাচলের ক্ষেত্রে ঢাকাবাসীকে ভিন্ন রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।