২১ দিনে ৯৮৮ ডেঙ্গু রোগী শনাক্ত

Looks like you've blocked notifications!
ঢাকার একটি হাসপাতালে ডেঙ্গু রোগী। ফাইল ছবি

চলতি জুলাই মাসে ৯৮৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের ৯৯ শতাংশই ঢাকার বাসিন্দা। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন শনাক্ত হয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৪০৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৩৯৮ জন আর বাকি আটজন ঢাকার বাইরে অন্য বিভাগে। 

এ বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত এক হাজার ৩৬০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৯৫১ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।