২২ বছর পর হত্যা মামলার রায়ে একজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জের ছাতকে গুলি করে হত্যা মামলার ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারুক আহমদ মধু মিয়া। ছবি : এনটিভি

সুনামগঞ্জের ছাতকে দুইপক্ষের সংঘর্ষে প্রকাশ্যে গুলি করে তেরা মিয়া হত্যা মামলার ঘটনায় ২২ বছর পর একজনের যাবজ্জীবন ও আটজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

আজ বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মহিউদ্দিন মুরাদ এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ফারুক আহমদ মধু ছাতক উপজেলার গন্ধর্বপুরের বাসিন্দা।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোস্তফা মিয়া।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২২ নভেম্বর ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরজু মিয়া ও আব্দুল হাই মছকু মিয়ার মধ্যে নির্বাচন নিয়ে বিরোধ শুরু হয়। এ ধারাবাহিকতায় গ্রামের বলারপীর সড়কে ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে ঘটনার দিন দুই পক্ষ বিরোধের জড়িয়ে পড়ে এবং সংঘর্ষ হয়। এ সময় আসামি ফারুক আহমদ প্রকাশ্যে আরজু মিয়া লোক তেরা মিয়াকে গুলি করলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে সিলেট ওসমানি হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত তেরা মিয়ার ভাতিজা সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এরপর ২২ বছর দীর্ঘ বিচারকার্য শেষে আদালত আসামি ফারুক আহমদ মধু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও আটজনকে এক বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এ সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে এজলাসে উপস্থিত ছিলেন।