২৩ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি
ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরি নির্ধারণ করাসহ ১০ দফা দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আজ সোমবার (১ মে) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব দাবি জানায় সংগঠনটি।
সমাবেশে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, ‘নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে শ্রমিকদের জীবনযাত্রার মান একেবারেই নিম্নমুখী। এ ছাড়া, দুর্বল শ্রম আইনের কারণে শ্রমিকদের অধিকার অনেক ক্ষেত্রেই লঙ্ঘিত হচ্ছে। বিশেষ করে, নারীরা কর্মস্থলে নিরাপত্তাহীনতা, মজুরি বৈষম্য, মাতৃত্বকালীন ছুটি না পাওয়া, যথার্থ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও নির্দিষ্ট কর্মঘণ্টা না পাওয়াসহ নানা বঞ্চনার শিকার।’
সমাবেশে ১০ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে আছে—ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করতে হবে। প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সেক্টরে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করতে হবে।
সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক খাদিজা আক্তারসহ কয়েকশত পোশাক শ্রমিক উপস্থিত ছিলেন।