২৩ হাজার পরিবার পেল বাণিজ্যমন্ত্রীর সহায়তা

Looks like you've blocked notifications!

করোনায় কর্মহীন ও অসহায় রংপুরের পীরগাছা-কাউনিয়ার মানুষের পাশে দাঁড়িয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দুই উপজেলায় পর্যায়ক্রমে ২২ হাজার পরিবারকে খাদ্যসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় পণ্য সহায়তা দিয়েছেন তিনি

 

সহায়তার মধ্যে সরকারি বরাদ্দ চাল ছাড়াও টিপু মুনশির নিজস্ব অর্থায়নে চাল, আটা, আলু, ডাল, তেল, লবণ ও সাবান রয়েছে। 

ঈদ উপহারসামগ্রী এক হাজার পরিবারকে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়া রংপুরের বিভিন্ন সংগঠন ও সংস্থায় এবং হতদরিদ্রদের কাছে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। পীরগাছা এবং কাউনিয়া উপজেলার দরিদ্র মানুষ প্রধানমন্ত্রীর নগদ আর্থিক সুবিধার আওতায় এসেছেন। এর ফলে মানুষের মাঝে দুর্ভোগ বহুলাংশে লাঘব হবে। সুবিধাভোগীদের মধ্যে রয়েছে কৃষিশ্রমিক, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণশ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোলট্রি খামারের শ্রমিক, হস্তশিল্পের, বাস-ট্রাকসহ পরিবহন শ্রমিকসহ নানা পেশার মানুষ

এলাকার সুবিধাভোগী মানুষ জানান, সরকারি ত্রাণের চাল ছাড়াও টিপু মুনশির নিজস্ব অর্থায়নে অসহায় পরিবারকে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। সাহায্য-সহযোগিতা যেভাবে চলমান রয়েছে তাতে করে এ এলাকার মানুষের খাদ্য ও মানবিক সমস্যা হবে না

এ ছাড়া প্রধানমন্ত্রীর নগদ আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে বিশেষ নজরদারি অব্যাহত রেখে নিখুঁতভাবে যাচাই-বাছাই করে নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রকৃত প্রাপকরা যেন তালিকা থেকে বাদ না পড়েন সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে