২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে করোনায় ও উপসর্গে ৭ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের কোভিড ইউনিটে ময়মনসিংহ বিভাগের তিন জন করোনায় এবং উপসর্গ নিয়ে দুজনসহ মোট সাত রোগী মারা গেছেন।

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় তিন জন করোনায় মারা গেছেন। তাঁরা হলেন—হাফিজুর রহমান(৫০), আব্দুল কাদের (৬০) এবং মোফাজ্জল হোসেন (৬২)।   

এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। তাঁরা হলেন—ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার হেনা পাল (৫৭) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার আবুল কাশেম (৭৫)।

এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি আছে ৩৪১ জন। তাঁদের মধ্যে গুরুতর ১৯ রোগী ভর্তি আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ময়মনসিংহের সিভিল সার্জন মো. নজরুল ইসলাম এক ইমেইল বার্তায় জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৭২১ জনের নমুনা পরীক্ষা করে ১৯৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৭ দশমিক ৩২ শতাংশ। এর মধ্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে শনাক্ত হয় ১১৭ জন আর পিসিআর ল্যাব টেস্টে  ৮০ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জেলার ৭৮ জন এবং বিভিন্ন উপজেলা হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি রয়েছে।

অন্যদিকে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা মো শাহ আলম এক ইমেইল বার্তায় জানিয়েছেন, আজ পর্যন্ত ময়মনসিংহ জেলায় করোনায় মারা গেছেন ৯৪ জন।  নেত্রকোনা জেলায় ৩৫ জন, জামালপুর জেলায় ৫৫ এবং শেরপুর জেলায় ৩৬ জনসহ বিভাগে ২২০ জন করোনায় মারা গেছেন।