৩২ দিনের শিশুকে কোলে নিয়ে পরীক্ষাকেন্দ্রে মা!
পাবনার সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থী মায়ের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে এসেছে ৩২ দিনের শিশু। ওই কলেজের ছাত্রী রাজিয়া সুলতানা চলতি বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
গত ৫ অক্টোবর রাজিয়া সুলতানা একটি মেয়ে সন্তান প্রসব করেন। ফলে দুধের শিশুকে সঙ্গে নিয়ে তাঁকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে।
গতকাল রোববার সকালে পাবনার সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে রাজিয়া সুলতানার শিশুসন্তানসহ পরীক্ষা দেওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের চোখে পড়ে। তিনি তাৎক্ষণিক মানবিক বিবেচনায় অধ্যক্ষকে বলে রাজিয়াকে শিশুসহ আলাদা কক্ষে পরীক্ষার দেওয়ার ব্যবস্থা করে দেন এবং শিশুটিকে রাখার জন্য অন্য একজনকে গার্ড হিসেবে পাশে থাকার সুযোগ করে দেন।
পরীক্ষার্থী রাজিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, ইউএনও স্যার একজন মানবিক লোক। ৩২ দিনের শিশুকে কোলে নিয়ে পরীক্ষা দিতে তার অসুবিধা হচ্ছিল। ইউএনও সহযোগিতা করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউএনও তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিষয়টি মানবিক। তাই রাজিয়াকে আলাদা রুমে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং একজন সার্বক্ষণিক গার্ড নিয়োগ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালি, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, কেন্দ্র সচিব অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ।