৩ হাজার পরিবারকে খাদ্য-অর্থ দিল মাসপো গ্রুপ

Looks like you've blocked notifications!
অসহায় কর্মহীন ৩ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে পাবনার অন্যতম ব্যবসায়ী গ্রুপ মাসপো। ছবি : এনটিভি

মানবতার সেবায় অত্যন্ত সংগোপনে কাজ করছে পাবনার অন্যতম ব্যবসায়ী গ্রুপ মাসপো। তারা ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে তিন হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে।

পাবনা পৌরসভার বিভিন্ন মহল্লা, সদর উপজেলার দোগাছি ইউনিয়নের মাদারবাড়িয়া, ব্রজনাথপুর, আরিফপুর, দোহারপাড়া, শালগাড়িয়া, দক্ষিণ রাঘবপুর এলাকায় করোনাভাইরসে কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন মাসপো গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আলীমুজ্জামান বিশ্বাস পনি।

মাসপো গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদ বিশ্বাস, ব্যবস্থাপনা পরিচালক মো. আলী মর্তুজা বিশ্বাস সনির সার্বিক তত্ত্বাবধানে এসব খাদ্যসামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

শহরের রাঘবপুর এলাকার জনৈক ব্যক্তি জানান, মাসপো যেভাবে সহায়তা করছে তাতে মানুষের মান সম্মান বাঁচছে, আবার আমরা উপকৃতও হচ্ছি।

মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন, ‘এখন প্রচার করা মুখ্য কাজ না। এখন মানুষকে সহায়তার সময়। যে যেভাবে পারে মানুষকে সহযোগিতা করা উচিত। মাসপো গ্রুপ সাধ্যমতো মানুষকে সহায়তা করছে।’