৪০ টাকা বাড়িয়ে গ্যাস সিলিন্ডারের দাম ১০৩৩

Looks like you've blocked notifications!

এক মাসের ব্যবধানে বেসরকারি খাতের প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম আরও ৪০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামীকাল বুধবার থেকে এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল।

যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার এলপিজির দামও ৪৮ টাকা ৭১ পয়সা থেকে বাড়িয়ে ৫০ টাকা ৫৬ পয়সা করা হয়েছে বলে জানান বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। তিনি বলেন, ‘বিশ্ববাজারে দাম বাড়ায় আগস্ট

মাস থেকে ভোক্তাদের গেল মাসের চেয়ে অতিরিক্ত মূল্য দিতে হবে। তবে উৎপাদন ব্যয় পরিবর্তন না হওয়ায় সরকারি সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আগের মতো ৫৯১ টাকাই থাকছে।

এ বছরের এপ্রিল থেকে প্রতি মাসেই বিশ্ববাজারের সঙ্গে এলপিজির দাম সমন্বয় করে আসছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।