৪২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আদম তমিজিকে আইনি নোটিশ
দুবাইতে বাড়ি ক্রয় সংক্রান্ত বিষয়ে প্রায় ৪২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদম তমিজি হককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানের পক্ষে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সাকিব মাহবুব এ নোটিশ পাঠান। আইনজীবী পরে বিষয়টি গণমাধ্যমকেও নিশ্চিত করেন।
নোটিশে বলা হয়েছে, আদম তমিজি হক দুবাইয়ে একটি বিলাসবহুল ভিলা বাড়ি ৬৬.৪ কোটি টাকা দামে কিস্তিতে ক্রয়ের জন্য ব্রিটিশ নাগরিক জেরেমি উইলিম্যানের সঙ্গে ২০১৯ সালের ২৮ আগস্ট চুক্তি করেন। চুক্তিতে উইলিম্যানকে ৮৪টি সমান কিস্তিতে বিক্রয়মূল্য দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে, বিক্রয়মূল্যের সম্পূর্ণ অর্থ পরিশোধের আগেই আদম তমিজি হক ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকার জন্যও চুক্তিবদ্ধ হন।
তবে কয়েকটি কিস্তি দেওয়ার পরই আদম তমিজি হক কিস্তি প্রদান বন্ধ করে দিয়ে দুবাই ছেড়ে চলে যান বলে উইলিম্যান অভিযোগ করেন। পরে উইলিম্যান জানতে পারেন, আদম তমিজি হক দুবাইয়ে তাঁর সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন।
উইলিম্যান বাড়িটি সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে দেখতে পান যে, তাঁর অনুমোদন বা সম্মতি ছাড়াই ওই বাড়ি থেকে দামি আসবাবপত্র, ইলেকট্রনিক আইটেম এবং ফিটিংস সরিয়ে ফেলাসহ পুরো সম্পত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। অথচ চুক্তি অনুসারে, সমস্ত কিস্তি পরিশোধ না হওয়া পর্যন্ত বাড়ির মালামাল উইলিম্যানের মালিকানায় থাকার কথা।
নোটিশে আরো বলা হয়, উইলিম্যান যোগাযোগের চেষ্টা করলে আদম তমিজি প্রথমে বিভিন্ন ধরনের অজুহাত দেখাতে থাকেন এবং পরবর্তী সময়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তাই তমিজি হককে ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ৪২ কোটি টাকা) দিতে নোটিশে উল্লেখ করা হয়।
উইলিম্যানকে তাঁর ক্ষতিপূরণ প্রদান না করলে তমিজি হকের বিরুদ্ধে দুবাইয়ের আদালতের পাশাপাশি বাংলাদেশের আদালতে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।