৫ মানি এক্সচেঞ্জের লাইসেন্স স্থগিত করল কেন্দ্রীয় ব্যাংক

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত

ডলার সংকটসহ নানা অপরাধে পাঁচ মানি এক্সচেঞ্জের লাইসেন্স স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে। এছাড়া, ৪২টি মানি এক্সচেঞ্জকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছিলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডলার নিয়ে কারসাজির প্রমাণ পাওয়া গেলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন অব্যাহত থাকবে।