৬ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

Looks like you've blocked notifications!

ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর ও শরিয়তপুর জেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এ ছাড়া ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদ-নদীসমূহের পানি সমতলে ধীর গতিতে কমছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতলে বাড়ছে যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে।

আপার মেঘনা অববাহিকার সুরমা নদীর পানি সমতলে কমছে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে। আগামী ৭২ ঘণ্টায় এই প্রধান অববাহিকার নদীসমূহের পানি সমতলে কমতে পারে।

অন্যদিকে পদ্মা নদীর মাওয়া পয়েন্টের পানিস্তর আগামী ২৪ ঘণ্টায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। তিস্তা নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়ে আগামী ২৪ ঘণ্টায় ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

ধরলা নদীর পানি সমতলেও বৃদ্ধি পাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় ১১৬ মিলিমিটার, কুড়িগ্রামে ১৩২ মিলিমিটার, ডালিয়ায় ১০৫ মিলিমিটার, চিলমারীতে ৯৫ মিলিমিটার, মহেশখোলায় ৮৬ মিলিমিটার, ঠাকুরগাঁওয়ে ৮০ মিলিমিটার, নাকুয়া গাঁওয়ে ৮০ মিলিমিটার, বগুড়ায় ৫৫ মিলিমিটার, দূর্গাপুরে ৫৬ মিলিমিটার, চট্টগ্রামে ৫০ মিলিমিটার ও নওগাঁয় ৬০ মিলিমিটার।

দেশের পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬৬টি স্টেশনের পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে হ্রাস পেয়েছে ৩১টি পানি সমতল স্টেশনের। অপরিবর্তিত পানি সমতল স্টেশন চারটি, বিপৎসীমার উপরে ১৬টি আছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।