৭২ ভরি স্বর্ণ চুরি : দুদিনের রিমান্ড শেষে ৪ জন কারাগারে
রাজধানীর কলাবাগানে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ৭২ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুদিনের রিমান্ড শেষে আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাদেরকে কারাগারে পাঠান।
আজ শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক রিমান্ডের আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই চারজন হলেন—সোহেল, ফরহাদ, ইলিয়াস ও আনোয়ারুল।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২০ আগস্ট কলাবাগান লেক সার্কাস ডলফিন গলিতে অ্যাডভোকেট আরেফিনের বাসায় চুরি হয়। চোর ভুক্তভোগীর মায়ের ৭২ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা চুরি করেন। পরে ভুক্তভোগী কলাবাগান থানায় মামলা করেন।
স্বর্ণ চুরি যাওয়া ভবনসহ আশপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোরচক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। টানা কয়েকদিন অভিযান চালিয়ে চারজনকে একাধিক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাই মালামাল ও তিনটি বিদেশি পিস্তল ও ১১১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।