৯ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/12/31/caandpur.jpg)
ছবি সংগৃহীত
ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে শনিবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন।
ইকবাল হোসেন বলেন, ‘রাত থেকেই কুয়াশার বাড়তে শুরু করে। তাই রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার কেটে গেলে আবারও স্বাভাবিকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।