বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যান্ড শিল্পীসহ নিহত ৩
বগুড়া শহরের বাঘোপাড়ায় বিআরটিসির বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যান্ড শিল্পীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়া থেকে মহাস্থানগড় যাচ্ছিল সিএনজিচালিত একটি অটোরিকশা। সন্ধ্যা ৬টায় এটি বাঘোপাড়া বাজার এলাকায় চলাচল পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্থানীয় ব্যান্ড দলের দুজন শিল্পী নিহত হন। আহত হন তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক গফুর মারা যান।
নিহত অন্য দুজন হলেন ব্যান্ড দলের সদস্য বগুড়া শহরের ফুলবাড়ী এলাকার আশিক ও গোকুল এলাকার তপু। তাঁদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসপাতাল মর্গে অটোরিকশাচালক গফুরের মরদেহ রাখা আছে।