মেধাবী শিশু লাবিবের জীবন বাঁচাতে এগিয়ে আসুন
রাজধানীর মিরপুরের মনিপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্র আবু সাদাত মো. লাবিবের (১০) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে দুরারোগ্য ‘স্পাইনাল কর্ড টিউমার’-এ আক্রান্ত। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দেশে এ রোগের চিকিৎসার জন্য অপারেশন খুবই ঝুঁকিপূর্ণ। অপারেশনের পর রোগীর সুস্থ হওয়ার বিষয়ে চিকিৎসাকরাও নিশ্চিত নন। বিদেশে চিকিৎসা করানো হলে শিশুটির বেঁচে থাকার নিশ্চয়তা রয়েছে। তবে এ রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল। চিকিৎসার প্রাথমিক পর্যায় থেকে শেষ পর্যন্ত প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা দরকার হবে বলে জানান চিকিৎসকরা। চিকিৎসকদের পরামর্শে প্রথম ধাপে ভারতে এবং দ্বিতীয় ধাপে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশনের পর আবার তৃতীয় ধাপে অপারেশনের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে লাবিবকে। ০৫-০১-২০১৭ অপারেশনের সম্ভাব্য তারিখ দিয়েছেন ডাক্তাররা।
শিশুটির পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। প্রতি সপ্তাহে ব্যয়বহুল থেরাপি দিতে হয়। চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে ইতিমধ্যে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। ময়মনসিংহ সদরের চরপাড়া এলাকায় তাদের বাড়ি। চিকিৎসা করাতে বসবাসের শেষ সম্বল ফ্ল্যাটটিও বিক্রি হয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। দুই ধাপে অস্ত্রোপচার ও নিয়মিত থেরাপি দেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
তাই মেধাবী শিশুটিকে বাঁচিয়ে রাখার আকুল আবেদন জানিয়েছেন তার মা-বাবা। একদিকে সন্তানের চিকিৎসা, অন্যদিকে সংসারের ব্যয়ভার নিয়ে অসহায় হয়ে পড়েছেন তাঁরা। এমতাবস্থায়, শিশু আবু সাদাতের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও বিত্তবান ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তারা অসহায় মা-বাবা ও স্কুলের সহপাঠীরা। শিশুটির চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৯২৪৬৫২৪৭৭। আর সাহায্য দিন এই চলতি হিসাবে- একটি সবুজ বাংলা উদ্যোগ, হিসাব নং ১০৮-১০০-৬৪২, ঢাকা ব্যাংক, শেওড়াপাড়া শাখা।