ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রাইভেটকারে গাঁজা আসছিল ঢাকায়

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় প্রাইভেটকার থেকে আজ বুধবার ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়, এ সময় আটক করা হয় দুজনকে। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে দুজনকে।

আজ বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে থেকে গাঁজাসহ প্রাইভেটকারটি জব্দ করার দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

আটক দুই ব্যক্তি হলেন নরসিংদী সদরের খালপাড় এলাকার প্রাইভেটকারচালক রফিকুল ইসলাম (২০) এবং কল্যাণপুর এলাকার ইয়াছিন (২০)। তাদের ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে।

ভৈরব র‌্যাব-১৪ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবু সাঈদ এনটিভি অনলাইনকে জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রাইভেটকারে করে ৫০ কেজি গাঁজা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকালে দুর্জয় মোড়ে প্রাইভেটকারটি আটক করে র‌্যাব।

এ সময় প্রাইভেটকার থেকে দৌড়ে পালানোর সময় চালক রফিকুল ইসলাম ও তাঁর সহকারী ইয়াছিনকে আটক করা হয়। পরে প্রাইভেটকারের ভেতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।