পিরোজপুরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, খুনের অভিযোগ

Looks like you've blocked notifications!

পিরোজপুর শহরের খুমুরিয়া এলাকায় মণি আক্তার (১৬) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন গৃহবধূর স্বামী।  

আজ বুধবার সকালে পুলিশ সদর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। 

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. জুয়েল আহম্মেদ জানান, মণি আক্তারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মণি আক্তার পিরোজপুর শহরতলির ভাইজোরা এলাকার আবদুল খালেকের মেয়ে। খালেক  জানান, তাঁর মেয়ে শহরের করিমুননেছা বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। চার মাস আগে মণি আক্তার শহরের খুমুরিয়া এলাকার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান সুজনকে ভালোবেসে বিয়ে করে। 

‘আজ সকাল ১০টার দিকে সুজনের বাবা আমাকে ফোন করে জানায়, মণি আক্তার অসুস্থ। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। এরপর আমরা হাসপাতালে গিয়ে মণিকে মৃত দেখতে পাই।’

মণি আক্তারের বাবার অভিযোগ করেন, তাঁর মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।