টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মো. সামছুল আলম নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গতকাল মঙ্গলবার গভীর রাতে নেটংপাড়াসংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
বিজিবি-৪২ ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক আবু রাসেল সিদ্দিকী জানান, ইয়াবার একটি বড় চালান টেকনাফের নেটংপাড়া হাইওয়ে রেস্টহাউস বরাবর নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে এমন একটি খবর পান তারা। এই খবরের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে সেখানে ওত পেতে থাকে বিজিবির টহল দল। আনুমানিক রাত আড়াইটার দিকে কাঠের নৌকা নিয়ে নাফ নদী পার হলে বিজিবি ৩০ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী মো. সামছুল আলমকে আটক করে।
আটক ব্যবসায়ী মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার প্রু গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশ এবং নিষিদ্ধ-ঘোষিত ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।